আমাদের উদ্দেশ্য:
১। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার প্রিয় রাসূল (সা:) এর আদর্শের জীবন গঠনের ব্যাপারে সর্বদা কাজ করবে।
২। ইসলামের প্রচার ও প্রসারের জন্য কুরআন ও সুন্নাহর জ্ঞানের মাধ্যেমে সমাজর সকল শ্রেণির মানুষের কাছে ব্যাপকভাবে পৌছে দিতে হবে।
৩। প্রিয় নবী (সা:) মিলাদ ও রাত সর্ম্পকিত ঘটনাসমূহ অর্ধদিক হারে প্রচার করা।
৪। মুসলিম নর-নারীদের ইসলাম পরিপ্রান্তি কার্যকলাপ থেকে বিরত রাখতে সর্বোচ্চ সচেষ্টো হওয়া।
আমাদের লক্ষ্য:
১। এটি একটি ইসলামিক সেবামূলক প্রতিষ্টান। মানব সেবার জন্য এ প্রতিষ্টানটি প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের জন্য সেবামূলক কাজে অংশগ্রহণ করবে।
২। এই প্রতিষ্টানটি দেশের হক্কানী পীর-মাশায়েখ অলী-আওলিয়াদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
৩। ইবাদত বন্দেগী, নামায,রোজা,হজ্জ,যাকাত, সংক্রান্ত সময়োপযোগী – মাসয়ালা – মাসাইল প্রচারের উদ্দ্যেগ গ্রহণ করবে।
৪। এ প্রতিষ্টানটি বই-পুস্তক লিখে ছাপাতে এবং প্রয়োজনে বিনামূল্যে ধর্মীয় বইগুলো বিতরণ করবে ।
৫। এ প্রতিষ্টানটির তিনটি ফান্ড থাকবে।
ক) যাকাত ফান্ড
খ) সাদকা ফান্ড
গ) সাধারণ ফান্ড
৬। কুরআন এবং সুন্নাহর আলোকে সহীহ দ্বীন প্রচারে সর্বদা কাজ করবে।
৭। সমাজের গরীব শ্রেণীর মানুষদের কর্মমুখী জীবন গড়তে আর্থিক সাহায্য ও সহায়তা প্রদান করবে।
৮। অবহেলিত প্রবীন অসহায়দের পরিবারকে সহায়তা করবে।
৯। সুন্নি হানাফি মসজিদ মাদ্রসা এবং এতিমখানা প্রতিষ্ঠায় সহায়তা প্রদান করবে।